বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল ইউনিয়ন বাস্তবায়নের লক্ষে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান তাদের ট্যাক্স এসেসম্যান্ট প্রকল্পের অধীনে এই কর্মশালায় মাঠকর্মীদের প্রশিক্ষন দেওয়া হয়। মেহেন্দিগঞ্জ উপজেলায় সংস্থার নিজ কার্যালয়ে বুধবার সকাল ১০ ঘটিকায় একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের মূল লক্ষ ছিলো বেকার মুক্ত বাংলাদেশ গড়া, দক্ষ জনশক্তি গড়ে তোলা, ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি করা, দক্ষ জনশক্তি খুঁেজ বের করা।
প্রশিক্ষন শেষে উপজেলা নির্বাহী অফিসারকে ট্যাক্স এসেসম্যান্ট বিষয়ে অবগত করা হয় এবং ট্যাক্স এসেসম্যান্ট বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে মধ্যমনি ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বিভাগীয় ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলায় দায়িত্বরত শংকর চন্দ্র পাল, সাংবাদিক শিবলু জমদ্দার, সাংবাদিক অপু সহ উন্নয়ন কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও মাঠকর্মীবৃন্দ।
Leave a Reply