বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রৌহা গ্রামে মোবাইলে রিচার্জ করতে বের হয়ে রাতভর ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। রোববার রাতের ওই ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রিমন একই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
ধর্ষণের শিকার ছাত্রীর মা জানান, তার মেয়ে মোবাইলে টাকা ভরতে দোকানে যায়। ওইরাতে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ি ফিরে সে জানায়- রিমন তাকে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেছে।
কালিহাতী থানার ওসি মো. হাসান আল মামুন জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছেন ধর্ষণের শিকার ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply