বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ খাবারে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ অক্টোবার) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে রাসেল ইকবাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার পৃথকভাবে এ মোবাইল কোর্ট দুটি পরিচালনা করেন। তাছাড়া বরিশাল সিটি কর্পোরেশন ও র্যাব-৮ এর সহযোগিতায় পরিচালিত দুটি মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বিসিসি’র নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ এনামুল হক সাইফুল। জরিমানা দেয়া প্রতিষ্ঠান দুটির মধ্যে নগরীর কাশিপুর পোস্ট অফিস বাজার সিকদার সুইট্সকে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন বিহীন দুধ ব্যবহার করে মিষ্টি তৈরীর অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা বাজার সংলগ্ন ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানটিতে মেয়াদ বিহীন বডি স্প্রে, আইসক্রিম, আইস ললি পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করা বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply