বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে ভয়াভহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেণ সংসদ সদস্য পংকজ নাথ। আজ সকাল ১০টায় পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে ১৫ জন ক্ষতিগ্রস্থ ঘর মালিকদের মাঝে ৪০ বান টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী, পৌর আ’লীগের সভাপতি সরোয়ার আলম আজাদ, সাধারন সম্পাদক রিপন দেবনাথ, ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন সহ বন্দর ব্যবসায়ী, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে সংসদ সদস্য উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা করে ভাষানচর ও বিদ্যানন্দপুর কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন করেণ সংসদ সদস্য পংকজ নাথ।
Leave a Reply