সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃমুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করে মুলাদী পৌর যুবসংহতি। বুধবার সকাল ১০টায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে পৌর যুবসংহতির সভাপতি আলী আজম স্বপনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শামিম সরদারের পরিচালনায় দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন, পৌর জাতীয় পার্টির আহবায়ক, চরকালেখান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কবির হোসেন খান।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাষ্টার বজলুর রহমান, যুগ্ন-সম্পাদক এ্যাড. মাহমুদ হোসেন টিপু, উপজেলা সৈনিক পার্টির সভাপতি আঃ রশিদ হাওলাদার, পৌর জাতীয়পার্টি নেতা চুন্নু আকন, উপজেলা ওয়ার্কার্স পার্টির (মার্কবাদী) সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, পৌর যুবসংহতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন সহ এতিম খানার শিক্ষার্থী ও পৌর যুবসংহতির নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ট্রলারঘাট এতিম খানা ও জামে মসজিদের হাফেজ মাওলানা শহিদ উল্লাহ।
Leave a Reply