বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে রাতের আঁধারে প্রতিপক্ষের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের নয়া কাজিরচর গ্রামের মৃত নাদের আলী হাওলাদারের পুত্র লতিফ হাওলাদার ও তার লোকজন পার্শ্ববতী কোলানিয়া কাজিরচর গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর পুত্র আঃ রব মুন্সীর জমি দখল করে ঘর নির্মাণ করেন। আঃ রব মুন্সী জানান কোলানিয়া কাজিরচর এলাকায় পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত একটি জমি তারা দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। কয়েক বছর আগে লতিফ হাওলাদার ও তার লোকজন ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবী করে দখলের চেষ্টা চালায়।
এনিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হলে আঃ রব মুন্সী আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মামলার পরেও লতিফ হাওলাদার জমি দখলের চেষ্টা চালালে আঃ রব মুন্সীর ভাই শাহ আলম মুন্সী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি এমপি মামলা দায়ের করেন। কিন্তু দেওয়ানী মামলা চলমান থাকায় গত ২০১৯ সালের ৮ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমপি মামলাটি নথিজাত করেন।
আদালতে দেওয়ানী মামলা চলা অবস্থায়ই লতিফ হাওলাদার লোকজন নিয়ে শুক্রবার রাতে ওই জমিতে ঘর নির্মাণ করেন। এ ব্যাপারে লতিফ হাওলাদার জানান এডিএম কোর্ট থেকে আমার পক্ষে রায় থাকায় আমি জমিতে ঘর উত্তোলন করেছি। এডিএম কোটের রায়ের বিষয়ে আঃ রব মুন্সী বলেন কোর্ট কারও পক্ষে রায় দেয়নি। দেওয়ানী মামলা চলমান থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুধুমাত্র এমপি মামলাটি নথিজাত করেছে। সেখানে কারও পক্ষে রায়ের প্রশ্নই আসে না।
Leave a Reply