রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি: ছেলেকে বিয়ে দিয়েছেন একদিন আগে। বাড়ি ভর্তি মেহমান। দম ফেলার ফুসরত নেই পঞ্চাশোর্ধ আলেয়া বেগমের। কাজ করতে করতে নিজের শরীর খারাপ লাগার বিষয়টি বুঝতে পারেন নিজেই। তাই অসুস্থ আলেয়া বেগম সুস্থতার জন্য সেবন করেন ওষুধ। কিন্তু কে বা কারা তার ওষুধের পাশেই রেখে যায় মুরগির ওষুধ। আর ভুল করে নিজের ওষুধ ভেবে মুরগির ওষুধ সেবন করেন তিনি। মঙ্গলবার সকালের এ ঘটনার পর আর বাঁচানো যায়নি তাকে। আলেয়া বেগম বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকার মো. মোশাররফ হোসেন মৃধার স্ত্রী।
নিহতের ছেলে মো. ফয়সাল জানান, মঙ্গলবার সকালে ভুলক্রমে মুরগির ওষুধ সেবন করার পর তার মাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের চিকিৎসকরা তার পেট ওয়াশ করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি।
Leave a Reply