বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও মুজিব বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক এস এম আলী নেছার। বিশেষ অতিথি ছিলেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত, কলেজের পরিচালক আতিক মাহমুদ বাবুল, কমিটির সদস্য মো. আহসান উল্লাহ, আবু সালেহ, নুসরাত জাহান শিলাসহ অন্যান্য অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমের চেতনায় নিজেদের আতœনিয়োগ করার আহবান জানান।
Leave a Reply