শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে জড়িত সুমি বেগম (৩২) এক নারী সদস্যকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার শ্রীনদীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত সুমি বেগম ওই এলাকার সামাদ ফকিরের স্ত্রী।
বৃহস্পতিবার রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, সুমি তার এলাকায় দালাল চক্রের মূলহোতা কুদ্দুস (৩৭) এর সাথে যোগসাজসে অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে আসছিল। সুমি বাংলাদেশ হতে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ করে। আটককৃত আসামিকে মামলার পরে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
Leave a Reply