বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইয়াবা সেবনরত অবস্থায় মাদকের আখড়া থেকে গ্রেপ্তার হয়েছেন বরিশাল মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স (৪২)। এছাড়াও গ্রেপ্তার হয়েছে ওই আখড়ার মালিক রিয়াজ (৪৩) ও সুজন (৪২)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর শেরেবাংলা মেডিকেল কলেজের পেছনের সড়কে মাদকের আখড়ায় এ গ্রেপ্তার অভিযান চালিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
জগলুল মোর্শেদ বহু আগে থেকে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত। তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও নগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার পছন্দে গত নভেম্বরে তাকে ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক পলি আফরোজ কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক জগলুল মোর্শেদ প্রিন্স নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারি সড়কের কশিপুর এলাকার বাসিন্দা। আটক অন্য দুইজন হলো- মেডিকেল কলেজ লেন এলাকার বাসিন্দা রিয়াজ স্টিল আলমারি তৈরির কারখানার মালিক আব্দুল্লাহ আল রিয়াজ (৪৩) এবং চান্দুমার্কেট এলাকার বাসিন্দা মোসলেম মোর্শেদ সুজন (৪২)।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক টিপু সুলতান জানান, রিয়াজের কারখানার মধ্যে মাদক সেবন ও কেনা-বেচা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। ৩১ পিস ইয়াবাসহ আটক করা হয় ৩ জনকে। এছাড়া কারাখানার মধ্যে কয়েকটি কক্ষ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। আটক ৩ জন মাদক সেবন ও কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
স্থানীয়রা জানান, স্টিল আলমারি কারখানার মালিক আব্দুল্লাহ আল রিয়াজ নগরীর চিহ্নিত মাদক কারবারি। এর আগে প্রাইভেট কারে করে ফেনসিডিলের বিশাল একটি চালান বরিশালে নিয়ে আসার সময় রিয়াজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। জামিনে বেরিয়ে আবার মাদক কারবার শুরু করে রিয়াজ। মাদক কারবার চালাতে সহায়তা করতেন ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল মোর্শেদের মতো রাজনৈতিক প্রভাবশালীরা। কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক তিন ব্যক্তির বিরুদ্ধে উপপরিদর্শক টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।
Leave a Reply