বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গুচ্ছ গ্রামে মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতের উপহার কম্বল দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আতিয়া আলম মিলি।
আতিয়া আলম মিলি বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো.শাহে আলমের সহধর্মিনী। স্বামীর মতো করে সাধারণ মানুষের পাশে থাকতেই তিনি বেশি ভালোবাসেন। তাইতো এলাকায় আসলেই নিরন্তর ছুটে চলেন অসহায় মানুষের দুয়ারে দুয়ারে।
কম্বল বিতরণ কালে আতিয়া আলম মিলি রূপসী বাংলার জননী শেখ হাসিনা আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন বলে বৃদ্ধদের গায়ে জড়িয়ে দিয়ে বলেন, মাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
৩০ ডিসেম্বর বিকেলে জম্বদ্বীপ গ্রামে কম্বল উপহার দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক প্রভাষক ইয়াসমিন রেজা নির্মলা, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম, বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা এ আহম্মেদ সাইফুল, শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।
প্রসঙ্গত নিঃস্বার্থ সমাজসেবী আতিয়া আলম মিলি এর আগেও বানারীপাড়া খেঁজুরবাড়ি আবাসনের পুড়ে যাওয়া ১০টি ঘর তার নিজ অর্থে টিন ও কাঠ দিয়ে নতুন করে সাজিয়ে দেন।
অপরদিকে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে তিনি পর্যায়ক্রমে সকল আবাসন ও গুচ্ছ গ্রামে ছুটে যাবেন বলে জানাগেছে। এর আগে পৌর আবাসনের সকল ঘরে তিনি নিজ হাতে কম্বল বিতরণ করেন।
Leave a Reply