বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জ প্রতিনিধি॥ দেশজুড়ে গণপরিবহন বন্ধ ও বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সরকারি নির্দেশ থাকায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব নিজ উদ্যোগে উপজেলার পাঁচশত হতদরিদ্র পরিবারের কাছে সহায়তা ও সচেতনতা মূলক লিফলেট পৌছে দিয়েছেন। গত তিনদিন যাবৎ চলমান ওই সহায়তা কার্যক্রম অাজ শুক্রবার তিনি সম্পন্ন করতে সক্ষম হন।
শুক্রবার বিকালে চাঁদপাশা বটতলা, ময়দানের হাট, পোষ্ট অফিস বাজার, রেইন্ট্রী তলা, মাধবপাশা বাজার ও এর অাগে বুগঞ্জ কলেজ গেইট, স্টীল ব্রীজ রহমতপুরসহ বিভিন্ন স্টেশনের সর্বমোট ৫শত ভ্যান, রিক্সা, অটো চালকদের ও রফিয়াদি নদী ভাঙ্গনীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, চাল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও ব্লিসিং পাউডার দিয়ে উক্ত সহায়তা প্রদান করেন ।
এসময় প্রতিটি স্টেশনে হ্যান্ড মাইকের মাধ্যমে সবাইকে সামাজি দুরত্ব বজায় রাখা ও বাইরে না ঘুরে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে। তবে দরিদ্র ও গ্রামের মানুষরা বিষয়টি বুজে উঠতে না পরায় তাদের বেশিবেমি সচেতন করতে এগিয়ে আসতে হবে । তবে এ ক্ষেত্রে জমায়েত এড়িয়ে কাজটি বাস্তবায়ন করছি। সমাজে বৃত্তবান এবং সচতেন নাগরিকদের সংকটময় সময় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন তিনি।
সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করতে সার্বিক সহায়তা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও স্বেচ্ছায় শ্রম দিয়েছে বাবুগঞ্জ দর্পণ পত্রিকা পরিবারসহ খানপুরাস্থ যুবসমাজ।
Leave a Reply