শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সাদিয়া আফরিন লিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ভোলা শহরের কালীবাড়ী রোডের ভদ্রপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাদিয়া আফরিন লিয়া ওই এলাকার মো: সেলিমের মেয়ে এবং ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিয়াকে নিজের রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
লিয়ার পরিবার জানায়, বিকেলে বাবার সাথে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফেরার পরে তার রুমে ডুকে দরজা লক করে রাখেন লিয়া। পরে তার উপস্থিত না পেয়ে রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মৃত্যু রহস্য এখনো জানা যায়নি। তবে আমরা তদন্ত করছি।’
Leave a Reply