মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভোলার লালমোহনে ইউনিয়ন শ্রমিকদলের দলীয় কার্যালয় দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে এক আ’লীগ নেতার বিরুদ্ধে। তবে বিএনপি তাদের দলীয় কার্যালয় দখলের অভিযোগ করলেও আ’লীগ নেতা তার ক্রয় করা জমিতে ঘর উত্তোলন করছেন বলে জানান।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন শ্রমিকদল প্রায় ৩০ বছর যাবত তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি একই ইউনিয়নের আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রায়চাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক মাষ্টার শ্রমিকদলের কার্যালয়টি দখল করে দোকান ঘর নির্মাণ করেন বলে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এনিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানতে চাইলে রমাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল বলেন, আমাদের ইউনিয়নে আলাদা দলীয় কার্যালয় না থাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদলসহ দলীয় সকল কার্যক্রম এই কার্যালয়ের মধ্যে পরিচালনা করতাম।
কিন্তু কয়েকদিন আগে আমাদের কার্যালয়টি দখল করে আ’লীগের সাংগঠনিক সম্পাদক খালেক মাষ্টার ঘর নির্মাণ করছেন।
জানতে চাইলে আব্দুল খালেক মাষ্টার বলেন, বিএনপি’র কার্যালয় দখল নয় আমি আমার ক্রয় করা জমিতে ঘর নির্মাণ করছি। তিনি আরো জানান, গত জানুয়ারী মাসে জমির মালিক হীরালাল ভৌমিকের কাছ থেকে আমি জমিটি ক্রয় করি। জমির মালিক হীরালাল ভৌমিকের কাছে জমি বিক্রির বিষয়টি জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন।
Leave a Reply