রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ভোলার মনপুরার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় শিকার সাবিত আল হাসান লঞ্চের কোনো যাত্রীর বলে ধারণা করছে পুলিশসহ স্থানীয়রা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের স্থানীয় লোকজন সকালে মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবদুল্লাহ আল মামুন, এসআই সুভাষ ও এসআই চপলসহ পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে।
মনপুরা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত লাশটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরো জানান, লাশটি পুরুষের। আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে ধারণা করা হচ্ছে, লাশটি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের কোনো যাত্রীর হতে পারে।
Leave a Reply