মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের তালুকদার হাট বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যাক্ত বীজ সংরক্ষণাগার ভবন দখল করে দোকান ঘর নির্মাণ ও এক নম্বর খাস খতিয়ানভূক্ত খাস জমিতে অবৈধ পাঁকা স্থাপনা নির্মাণ উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো. বশির গাজী।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে থানা পুলিশের সহায়তায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও বশির গাজী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যক্ত বীজ সংরক্ষণাগারের স্থানে স্থানীয় নুরু গংয়ের নির্মিত ৪-৫ টি দোকান ঘর ও এক নম্বর খাস খতিয়ানভূক্ত তালুকদার হাট বাজারে ওই এলাকার সুমন তালুকদারের নির্মিতব্য পাঁকা ভবন ভেঙ্গে ফেলা হয়।
নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে সকল অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply