মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেদের নামে বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ এর ৫ বস্তা সরাকারি চালসহ মো. কামাল হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ১নং ওয়ার্ডের মো. ইউনুসের রাড়ির বসত ঘর থেকে চালসহ ইউপি সদস্যকে আটক করা হয়।
শুক্রবার (৮ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক কামাল ওই এলাকার ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ এর নেতৃত্বে উপজেলা খাদ্য পরিদর্শক মো. আকবর হোসেন ও থানা পুলিশের সহায়তায় দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়।
এ সময় ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. ইউনুসের রাড়ির ঘর থেকে মৎস ভিজিএফ এর নামে সরকারিভাবে বরাদ্দকৃত ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। যার ওজন ২০০ কেজি। একই সাথে চাল চুরির অভিযোগে এর সাথে জড়িত ইউপি সদস্য মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ভয়েস অব বরিশালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply