সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নববধূ নিহত হয়েছে। তার নাম পুতুল (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী দেলোয়ার মিয়া (২৫)। তাদের বিয়ে হয়েছে প্রায় ৩ মাস হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কোড্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নববধূ পুতুল জেলার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের দেলোয়ার মিয়ার স্ত্রী।
জানা যায়, গত তিন মাস আগে আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের নাসির মিয়ার ছেলে ওমান প্রবাসী দেলোয়ারের সঙ্গে একই উপজেলার মাঝিগাছা গ্রামের মানিক মিয়ার মেয়ে পুতুলের বিয়ে হয়। শুক্রবার সন্ধ্যায় ভালোবাসা দিবস উদযাপন করতে দেলোয়ার মিয়া মোটরাইকেলে স্ত্রী পুতুলকে নিয়ে ঘুরতে বের হন। এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা নামক স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করেন।
এ দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, মাথায় আঘাতের কারণে পুতুলের মৃত্যু হয়েছে। দেলোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন।
Leave a Reply