শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এবার ভারতে প্রথম কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলো। দেশটির কেরালায় চীন ফেরত এক ছাত্রের দেহে এই ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই ছাত্রকে পৃথকভাবে রেখে ২৪ ঘণ্টা তার ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে করোনাভাইরাসে আক্রান্তের সন্দেহ করে বেশ কয়েকটি খবর গত কয়েকদিন ধরে সামনে আসছিল। কিন্তু সেগুলো রক্ত পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে।
এবার একজনের দেহে করোনাভাইরাসের নমুনা পাওয়া গেছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে আরও ৪০০ জনকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা যায়, আক্রান্ত ছাত্র চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্প্রতি তিনি ভারতে ফেরেন।
দিল্লি এবং মুম্বাইতেও অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
১ জানুয়ারির পর চীন থেকে ফিরেছেন এমন যে কেউ সর্দি-কাশি-জ্বরে ভুগলে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে তিব্বতসহ চীনের মূল ভূখণ্ডের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনোভাইরাস। ইতোমধ্যে আরও ১৬টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনোভাইরাসে বুধবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১১ জন।
Leave a Reply