শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় র্যাব অভিযান চালিয়ে ইয়াবা,রামদা ও মোটরসাইকেলসহ মো. মনির হোসেন কবিরাজ (৩৮)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকল বৃহস্পতিবার দুপুরে বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভান্ডারিয়ায় শহরের ভূবনেশ^র সেতু সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় র্যাব সদস্যরা ১৯৩ পিস ইয়াবা, দুইটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদককারবারি মনির কবিরাজ উপজেলার দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত শাহাজাহান কবিরাজের ছেলে।
র্যাব সূত্র জানায়, বরিশাল র্যাবের একটি টহল দল গোপনে সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকেভান্ডারিয়া শহরের ভূবনেশ্বর সেতুর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক কারবারি ও কয়েকজন মাদকসেবি মাদক কেনা বেচা করছিল। এসময় র্যাব সদস্যরা সেখানে হানা দিলে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক মোটরসাইকেলসহ মাদক কারবারি মনির কবিরাজকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে প্রথমে ১০পিস ইয়াবা উদ্ধার করে। এর পর মাদক কারবারির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির শয়ন কক্ষে নীল রংয়ের ছোট পলিপ্যাকে রক্ষিত ১৮৩ পিস মোট ১৯৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া মাদক কারবারির শয়ন কক্ষের খাটের নীচে দুইটি রামদা উদ্ধার করে। ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দীন জানান, এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply