বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত র্প্বূ বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুজাহার আলী হাওলাদার(৭৫) নিহত ও ভাতিজা কলেজ ছাত্র সজিব(১৯) আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের কাশমির এলাকায়। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জরিত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
আহত সজিবকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। সজিব তার পরিবারের বরাত দিয়ে বলেন, ঘুমথেকে উঠে সে তার গৃহ সংলগ্ন কথিত কাশমির এলাকায় গিয়ে একটি দোকানের সামনে বসে। হঠাৎ তাদের প্রতিপক্ষ কালাম চাপরাশি,খোকন, লিটন ও কালামের ছেলে অনিক চাপরাশি পিছন থেকে ইট ও লাঠিসোটা দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত শুরু করে। পরে তাদের সাথে আরো কয়েক জন যোগ দেয়। এতে তার মাথা ফেটে রক্তপাত শুরু হয়।
সেখানে অনতিদূরে উপস্থিত তার বড় চাচা মুজাহার ওই ঘটনা দেখে দৌড়ে গিয়ে সজিবকে বাঁচাবার তাগিদে জাপটে ধরে। এসময় প্রতিপক্ষের হামলার ঝড় বয়ে যায় চাচা মুজাহারের উপর দিয়ে। তাদের চিৎকারে ব্যবসায়ী ও প্রতিবেশীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার শিকার মুজাহার ঘটনাস্থলের পাশে তার বাড়ির আঙ্গীনায় গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা জান। সজিব বলেন, প্রতিপক্ষ চাপরাশি গ্রুপ তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ৫টি মামলা করেছিল যার তিনটি নিস্পত্তি হয়েছে এবং রায় তাদের পক্ষে হয়েছে।
এতে প্রতিপক্ষ চাপরাশি গ্রুপ ক্ষিপ্ত হয়ে খুন যখমের উদ্দেশ্যেই ওই হামলা চালিয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্ত কালাম, খোকন, লিটন ও রিপণ চাপরাশি নামে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকরা হয়েছে। এ ব্যপারে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে কিছুই বলা যাবে না। এব্যপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
Leave a Reply