মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বুধবার বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোষ্ট অফিস বাজারে সাধারণ জনগনের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খান বলেন, ভাগ্য উন্নয়নে সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগী হতে হবে। আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নে আমার চেষ্টা অব্যহত থাকবে।
সবার সহযোগীতা থাকলে বাবুগঞ্জে উন্নয়ন হবে। মত বিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, ওয়ার্কার্স পার্টির নেতা মুজাম্মেল হক, যুবলীগ নেতা রনী খান, কেন্দ্রীয় ছাত্র মৈত্রী নেতা সুজন আহম্মেদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির নেতা আনোয়ার মাষ্টার।
Leave a Reply