সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোরকা পড়ে প্রেমিকাকে দেখতে গিয়ে ছেলে ধরা সন্দেহে স্থানীয় জনতার গণধোলাইয়ের শিকার হয়েছে সিদ্দিক(২০) নামের এক যুবক।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিদ্দিক উপজেলার বকচর গ্রামের বুল মাজেম এর ছেলে।
জানা যায়, রাতে বোরকা পরে সিদ্দিক তার প্রেমিকাকে দেখতে কোঁচাশহর এলাকায় যায়। প্রেমিকার সাথে দেখা সাক্ষাৎ শেষে বাড়ি ফিরছিল সে। কৌতূহলবশত জনৈক ব্যক্তি ‘এই মেয়ে’ বলে পিছন থেকে ডাক দিলে সিদ্দিক ধরা পড়ার ভয়ে দৌড় দেয়। এতে এলাকাবাসী ছেলেধরা সন্দেহ হলে সিদ্দিদককে ধরে গণপিটুনি দেয়া শুরু করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিদ্দিককে গণপিটুনি হতে বাঁচানোর জন্য একটি বাড়িতে আবদ্ধ করে রাখলে শত-শত এলাকাবাসী তাকে ছেলেধরা সন্দেহে মারপিট করার জন্য উত্তেজিত হয়ে পড়ে। পরে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ জনগনের হতে তাকে রক্ষা করে সিদ্দিকেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিদ্দিক এখন পুলিশ হেফাজতে রয়েছে।বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply