বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জের অতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপাশা হাইস্কুল ও কলেজের উদ্দ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধণী অনুষ্ঠানে প্রায় সহা¯্রাধীক শিক্ষার্থীদের “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” এই স্লোগানে বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ লাগানোর শপথ করানো হয়।
উক্ত উদ্বোধণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃ পরিচালক সাইনুর আজম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম আক্তার,উপ সহকারি কৃষি কর্মকর্তা মোসাঃ তাহমিনা খোরশেদ আলম,সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আমিনুর রহমান শামীম ও মনিরুল ইসলাম
Leave a Reply