সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরমাতা মালেকা বেগম (৯৬) আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার ৭টা ৪০ মিনিটের দিকে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুসী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ বাদ আসর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
বীরমাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্ষীয়ান আওয়ামিলীগ নেতা ও ভোলা ১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ এমপি, জেলা প্রশাষক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমকে (৯৬) গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৮ আগস্ট সকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে এয়ারঅ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে ঢাকা সেনাবাহিনীর অধীনে সিএমএইচ-এ ভর্তি করানো হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। বাবা হাবিবুর রহমান ছিলেন হাবিলদার।
১৯৮২ সালে মেঘনা নদীর ভাঙনে দৌলতখানের বাড়িটি বিলীন হয়ে গেলে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামে চলে আসেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন সেখানে ৯২ শতাংশ জমিতে ‘শহীদ স্মরণিকা’ নামে একতলা পাকা ভবনটি নির্মাণ করে পরিবারটিকে পুনর্বাসন করেছে।
প্রয়াত হাবিলদার হাবিবুর রহমানের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মোস্তফা কামাল ছিলেন সবার বড়।
Leave a Reply