বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রায় তিন মাস আগে দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী বখাটে। এ ঘটনার পর অপহরণকারী মেয়ের বাবাকে ফোন করে জানায়, মামলায় গেলে খুন-জখম করবে। এমনি মেয়ে ফেরত দেবে।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরি গ্রামে। এ ঘটনায় গত শনিবার ঈশ্বরগঞ্জ থানায় দুজনকে অভিযুক্ত করে মামলা হলেও অপহৃত ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্র ও থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, ওই গ্রামের মো. মুনসুর উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (৩২) প্রতিবেশী সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রায়ই উক্ত্যক্ত করত। ঘটনাটি নিয়ে এলাকার লোকজন বেশ কয়েকবার বারণ করলেও কোনো কাজে আসেনি। উপরন্তু বখাটে সাইদুল প্রায় তিন মাস আগে ছাত্রীর বাবার সাথে সক্ষাৎ করে বিয়ের প্রস্তাব দেয়। এ অবস্থায় ছাত্রীর বাবা সাফ জানিয়ে দেন, অল্পবয়সে; তা ছাড়া বিবাহিত কারও সাথে বিয়ে দেওয়া সম্ভব নয়।
ছাত্রীর বাবা জানান, এ ধরনের প্রস্তাবের পর সাইদুল ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকবার দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গত শুক্রবার রাতে সাইদুল মেয়ের ঘরে প্রবেশ করে হাত-পা মুখ চেপে ধরে ৩/৪ জন মিলে বের করে নিয়ে যায়। সকালে সাইদুল ফোন করে (০১৮৮৫০১১৫৪১) মেয়েকে নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে জানায়, ঘটনাটি নিয়ে মামলায় গেলে মেয়েসহ তাঁকেও খুন জখম করবে। দু-একদিন পর এমনিতেই ফেরত দিয়ে দেবে। বিষয়টি নিয়ে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ অভিযোগটি এফআইআরভুক্ত করে মেয়েকে উদ্ধারে নামে।
ঈশ্বরগঞ্জ থানার এসআই আকরাম মামলার সত্যতা স্বীকার করে জানান. মোবাইল কলের সিডিআর উদ্ধারের জন্য আবেদন করা হয়েছে। হাতে এলেই ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply