বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সলঙ্গা ইউপির শহরিয়ারপুর গ্রামের প্রেমিক রাসেলের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক রাসেল ওই গ্রামের শামসুল আলমের ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক রাসেল বাড়ি থেকে পালিয়েছেন।
ওই স্কুল ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে রাসেল তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই রাসেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। কোনো উপায় না পেয়ে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে আশার কথা বললেও এখন অস্বীকার করছে প্রেমিক রাসেল। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই ছাত্রী।
পলাতক থাকায় রাসেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাসেলের মা বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের কোনো সম্পর্ক নেই। তবে পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দেখা-সাক্ষাৎ হতো।
স্থানীয় ইউপি সদস্য মজনু আলম জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে মিমাংসার চেষ্টা চলছে। সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি তবে কোনো পক্ষ আমার কাছে আসে নাই। সলঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply