বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
এম. কে. রানা॥ বরিশালে বিপুল পরিমান চোরাই মালামালসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আজ সোমবার (০৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় নগরের চাঁদমারিস্থ অফিসার্স মেসের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান-বিপিএম। তিনি বলেন, হঠাৎ করেই বরিশাল নগরে দিনের বেলায় চুরির ঘটনা বৃদ্ধি পায়। যার সূত্র ধরে মেট্রোপলিটন পুলিশের দক্ষিন বিভাগ ও মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে নামে। যার ধারাবাহিকতায় সংঘবদ্ধ চোরদের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা ও চোরচক্রের অন্যতম সদস্য আনোয়ার হোসেন (২৭), একই এলাকার বাসিন্দা মোঃ রিয়াদ (২৫), আমানতগঞ্জ এলাকার জিতু আহম্মেদ (৪০), পলাশপুর এলাকার তহিদুল ইসলাম (২৮), আজগর আলী সড়কের কবির গাজী (২৫), ভাটিখানা এলাকার রনি (১৯), কাটপট্টি এলাকার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে (৫৮) এবং বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আলিফ (২৪)।
পুলিশ কমিশনার আরো বলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ আকরামুল হাসান এর নেতৃত্বে ৪ আগষ্ট দিন ও রাত মিলিয়ে চলমান অভিযানে চোরদের আটকের পাশাপাশি বিপুল চোরাই মালামাল উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ১৫ টি মোবাইল সেট, ৪ টি ল্যাপটপ, ১ টি ট্যাব, ১ টি ডিএসএলআর ক্যামেরা, ১ টি হ্যান্ডি ক্যামেরা, ২ জোড়া স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন, ৫ টি ছোট স্বর্ণের আংটি, ৭ টি স্বর্ণের নাকফুল, নগদ ১ লাখ ৪ হাজার টাকা, ১ টি কম্পিউটার কি বোর্ড, ১ টি কডলেস মাউথ স্পিকার, ৩ টি তালা ভাঙ্গার সরঞ্জাম রয়েছে।
Leave a Reply