বরিশাল সিটি নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুরু হয় প্রচার। নগরীর ১১নং ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মারুফ আহমেদ জিয়ার কর্মী-সর্মথকরা মাইকিং করতে নামলে তাতে হামলা চালায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি প্রতীক) মজিবর রহমান ফারুক, করিমের ছেলে আল আমিন, নূরুর ছেলে রাকিব, কালুর ছেলে লিটুসহ ১০/১৫ জন। এসময় মাইক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিকেলে বঙ্গবন্ধু কোলনি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর প্রার্থী মারুফ আহমেদ জিয়ার কর্মী শুক্কুরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউন্সিলর প্রার্থী মারুফ আহমেদ জিয়া জানান, আমার কর্মীরা যখন মাইকিং করছিল, তখন ঘুড়ি প্রতীকের সমর্থকরা আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। শুক্কুরকে ইট দিয়ে পেটানো হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেব।
এই বিষয়ে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মজিবর রহমানের সাথে বারবার যোগাযোগ করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply