রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২৪ নভেম্ব) সকাল ১০ টায় বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র আয়োজনে দেশের স্বনামধন্য ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি টিমের অংশগ্রহণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার)।
প্রধান অতিথি শিক্ষাজীবনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক চর্চা মানুষের তথ্য ভান্ডারকে অনেক সমৃদ্ধ করে, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার মত স্মার্ট করে গড়ে তোলে। বিতর্কচর্চা চলার পথকে সহজ করে দেয়। তাই যারা শিক্ষাজীবনে বিতর্ক চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকে ভবিষ্যতে তারা যে কোন অভীষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকে। পরিশেষে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকদের শুভকামনা জানিয়ে জাতীয় বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা- বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর মোহাম্মদ তানভীর কায়সার, মডারেটর মো. সাখাওয়াত হোসেন, বঙ্কিম চন্দ্র সরকার, টিএসসি’র পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বরিশাল বিশ্ববিদ্যালয়েরসাবেক ছাত্র উপদেষ্টা ড. তারেক মাহমুদ আবিরসহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিতার্কিকগণ।
Leave a Reply