শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সকালে ঘুম থেকে উঠে বুলিয়া মেহতা বিছানায় তার স্ত্রীকে না দেখতে পেয়ে বাইরে বের হয়। বের হতেই এ কী দেখলেন তিনি। চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলেন না। কিন্তু ততক্ষণে সব শেষ। প্রিয়তমা স্ত্রী তাকে ঘুমের ঘোরে রেখেই চলে গেছেন, না ফেরার দেশে।
বুলিয়া মেহতা দেখলেন, ঘরের পাশেই একটি জাম্বুরা গাছে স্ত্রীর মরদেহ ঝুলছে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশেই সাদা কাগজে একটি চিরকুট পায় পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুরে নিজ বাড়ি থেকে পুর্নিমা মেহতা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার সকালে পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে । মৃত গৃহবধূ একই এলাকার রাজমিস্ত্রি বুলিয়া মেহতার স্ত্রী ।
এ ব্যাপারের দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়েই আমরা মরদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য তা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a Reply