শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) উপজেলা শাখা এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পশ্চিমাঞ্চল শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি সরকারকে শিক্ষাবান্ধব এবং আওয়ামী লীগ সরকারকে লুটেরা সরকার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
শুক্রবার (২৯ নভেম্বর) নাজিরপুর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিএনপি সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। বিএনপি সরকার শিক্ষকদের কষ্ট বোঝে, তাদের জন্য কাজ করেছে। আর আওয়ামী লীগ শিক্ষার নামে লুটপাটে ব্যস্ত থেকেছে এবং শিক্ষকদের ভোট চুরির কাজে ব্যবহার করেছে।”
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। বিএনপি সরকার ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ তাদের সব দাবি পূরণ করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপির নেতৃত্বে শিক্ষকদের আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নাজিরপুর শাখার আহ্বায়ক মাস্টার নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. কাওসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী ও ইয়াহিয়া খান। এছাড়া পিরোজপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক গাজী শাজাহান, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, এবং বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মো. এনায়েত কবির ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান প্রমুখ বক্তব্য রাখেন।
এই সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নাজিরপুর শাখা পশ্চিমাঞ্চলের নেতৃত্বে নজরুল ইসলামকে সভাপতি এবং মো. কাওসার হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
আলোচনায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিএনপি সরকারের সময়কালে শিক্ষকদের উন্নয়ন ও কল্যাণের উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতে ক্ষমতায় এলে শিক্ষকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
Leave a Reply