মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় কালু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার হাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু মিয়া ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন কালু মিয়া। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।
Leave a Reply