শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশাল জেলার বাবুগঞ্জের লোকালয় গত এক সপ্তাহে ধরে দেখা দিয়েছে একটি বিরল হনুমান। হনুমানটিকে দেখতে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। ধারনা করা হচ্ছে, ভারত অথবা অন্য কোন এলাকা থেকে আমদানিকৃত ফলের গাড়িতে এ উপজেলায় হনুমানটি আসে।
গত ১৪ই সেপ্টেম্বর খুব সকালে হনুমানটি উপজেলা পরিষদের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দেখা যায়। পরে রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ, পাচ রাস্তা ও কলেজ গেইট এলাকায় দেখা গেছে। সর্বশেষ বুধবার কলেজ গেইট থেকে ফায়ার সার্ভিস স্টেশন হয়ে চাঁদপাশা ইউনিয়নের মধ্যে প্রবেশ করতে দেখে গেছে।
তবে উদ্বেগের বিষয়টি হল গত একসপ্তাহ ধরে পথ হারা হনুমানটি এলাকার বাচ্চাদের আনন্দের খোরাক হলেও কর্তৃপক্ষ এখনো হনুমানটি রক্ষনা-বেক্ষনার জন্য ধরতে পদক্ষেপ নেওয়া হয় নি।রিপোর্ট লেখা পর্যন্ত হনুমানটি চাঁদপাশা এলাকায় রয়েছে।
Leave a Reply