বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি প্রভাষক প্রয়াত মুঃ আলী হোসেন ও পদার্থ বিদ্যা বিভাগের প্রদর্শক স্বর্গীয় বাবু দুলাল কৃষ্ণ অধিকারী’র স্মরণে সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাবুগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে ক্লাবের সভাপতি অধ্যাপক এসএম খলিলুর রহমান’র সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ শাহে আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আ.ক. মোঃ মিজানুর রহমান।
অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মিয়া, মোঃ ইসহাক ,নূর-ই-করিমা, মুলাদি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপধ্যক্ষ(অবঃ) মকবুল হোসেন, অধ্যাপক গোলাম হোসেন, বাবুগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতি, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সরকারি পাইলট মাধ্যমিক বিঃ প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ, প্রভাষক অপুচন্দ্র দাস প্রমুখ। এসময় বক্তারা সাংস্কৃতিকমনা ও শিক্ষানুরাগী প্রয়াত শিক্ষক দুই জনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন।
Leave a Reply