রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৯ পালন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্তরে একটি র্যালী বের করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের সভাপতিত্বে মুজিবনগর দিবস এর তাৎপর্য তুলে ধরে অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজিনা আহম্মেদ, কৃষি কর্মকর্তা মরিয়ম বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, ডাঃ সিহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার প্রমুখ, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মহাসীন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার প্রমুখ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদে র্যালী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজিনা আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার।
Leave a Reply