বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। ১৭মার্চ থেকে বছরব্যাপি মুজিব শতবর্ষ পালন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মন্নান হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতি’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন।
এসময় উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বীর প্রতীক রত্তন আলী শরিফ, যুগ্ম সাঃ সম্পাদক খন্দকার কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা জামাল খোকন,
ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক আজাহার আলী, সহ-দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ জাকির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির হোসেন মৃধা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, সদস্য হুমায়ুন সরদার, মিজানুর রহমান, জাহিদ হোসেন আনিচ, দুলাল হাওলাদার, মজিবুর রহমান বাচ্চু, সৈয়দ হারুন অর রশিদ শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, মহিলা লীগের সভাপতি সেতারা বেগম, কৃষকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিকদার, সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ ৬ ইউনিয়নের ১২ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৯জন বক্তব্য রাখেন। বর্ধিত সভার ৮৯ জন সদস্যের মধ্যে উক্ত সভায় ৬০ জনের বেশি উপস্থিতে ১৭মার্চ ২০২০ থেকে ১৭মার্চ ২০২১সাল পর্যন্ত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ইউনিয়নে ও উপজেলায় ব্যপক কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply