মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে চলছে আলোচনা ও গুঞ্জনের ফোয়ারা। চেয়ারম্যান পদে আওয়ামী মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি নিজেদের প্রার্থীতা জানান দিতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচারনা চালাচ্ছে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী মনোনয়ন প্রত্যাশীরা। তুলে ধরছেন রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচিতি।
বাবুগঞ্জ উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন চেয়ে প্রায় হাফ-ডজন আবেদন পরেছে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ শাহরিয়ার আহম্মেদ শিল্পী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভূক্ত (বিটিসিএল )সিবিএ অঞ্চল ও বিভাগীয় কমিটির কার্যকারি সদস্য মোখলেচুর রহমান,উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আকন,সদস্য ফারুক মীর।
ইতিমধ্যে তারা জেলা আওয়ামীলীগের কাছে দলীয় মনোনয়ন ও সমর্থন চেয়ে আবেদন পত্র জমা দিয়েছে। একটি সূত্র জানিয়েছে, প্রার্থীরা মনোনয়ন ও সমর্থন নিজেদের পক্ষে বাগিয়ে আনতে যারযার অবস্থান থেকে জোর তদবির ও লবিং চালিয়ে যাচ্ছে।
Leave a Reply