বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলাধিন রামপট্টিতে সাকুরা পরিবহনের চাপায় এক প্রবাসী সহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববাতী গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ১০ যাত্রী আহত হয়।
বুধবার সন্ধ্যা ৬ টাকার দিকে এই ঘটনায় ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় সাকুরা পরিবহন কোম্পানির বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক। এই ঘটনার পরে বরিশাল-ঢাকা মহাসড়কে কিছু সময় বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো।
নিহতরা হলো- বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার বাসিন্দা প্রবাসী সুরুজ (২৫) ও একই এলাকার বাসিন্দা মুরাদ (২৬)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ ও মুরাদ দু’জনে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিলো। এসময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন কোম্পানির দ্রুত গতির একটি বাস মোটরসাইকেল সহ ওই দু’জনকে চাপা দেয়। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) অরবিন্দু বিশ্বস বলেন, ঘটনার পর পরই ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বাস ও ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।
Leave a Reply