সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকসিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সেবার অঙ্গিকার ও অসচেতনতার কাছে আপনার স্বপ্নগুলো যেন হেরে না যায় স্লোগানে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথলজী পরীক্ষাসেবা সহ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার বকসী ও ডাঃ আয়শা সিদ্দীকা গাইনী রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ খালেক আবদুল মতিন চক্ষু রোগীদের এবং ফিজিশিয়ান ও নিউট্রশনিস্ট ডাঃ সুপ্লব চন্দ্র ধর ডায়েবেটিকস, লিভার, কিডনীসহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ, পরিচালক (প্রশাসন) সৈয়দ আবু বক্কার সিদ্দীক, পরিচালক (অর্থ) আবুল হাসানাত, পরিচালক ঈমাম জাফর, বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকসিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবদুল হাকিম, শিক্ষক শহিদুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকসিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবদুল হাকিম, শিক্ষক শহিদুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, নি¤œ আয়ের ও প্রান্তিক মানুষের চিকিৎসা সেবায় বরিশাল মেট্রোপলিটন হাসপাতাল এগিয়ে আসায় কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা চিকিৎসা সেবায় আরো ব্যাপক ভুমিকা পালন করবে, উন্নত চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়াবে।
মেডিক্যাম্পের আয়োজনকারী বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ বলেন, কম খরচে উন্নত চিকিৎসা সেবা দেয়ার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। ক্যাম্প পরিদর্শন করে অতিথীগন ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।
Leave a Reply