শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলা পরিষদের জমজমাট নির্বাচন হঠাৎ থমকে গেল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন উপজেলা আ’লীগ এর সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। বিরোধী দলের প্রার্থী না থাকায় তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। মঙ্গলবার উপজেলা নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। কিন্তু হঠাৎ করে দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশে অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে গেলেন স্বপন।
বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয় নেতা স্বপন প্রার্থী থেকে সরে যাওয়ায় তার সমর্থকদের ভিতরে আক্ষেপ দেখা গেছে। বিপরীত দিকে স্বপন মাঠে না থাকায় দুলাল কাজীর সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে। মঙ্গলবার উপজেলা নির্বাচন কমিশন অফিসে নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দেয় দুলাল। এদিকে ওয়াকার্স পার্টি থেকে মুজাম্মেল হক ফিরুজ মনোনয়ন পত্র জমা দিতেগেলে সন্ত্রাসীরা কাগজপত্র ছিনিয়ে নেয়। এ বিষয়ে ফিরুজ জানায়, দুলাল কাজীর ভারাটিয়া সন্ত্রাসীরা কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকতা, সন্ত্রাসীদের কাজ থেকে ফিরোজের কাগজপত্র উদ্ধার করে নির্বাচন কমিশনের কাছে জমা দেয়। ঘটনার সত্যতা শিকারকে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, ঘটনার পরেই তিনি পরিবেশ শান্ত করে দু’পক্ষকে মিলিয়ে দেন।
অপরদিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয় উপজেলা আ’লীগের সদস্য রিপন ও বিকল্প ধারা প্রার্থী এনামুল হক রাজু আকন। এ বিষয়ে স্বপন জানান, তার রাজনৈতিক অভিভাবকের নির্দেশে মনোনয়ন পত্র জমা দেননি। নির্বাচন মাঠে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কাজী ইমদাদুল হক দুলালের সমর্থকরা অপর প্রার্থীদের নিয়ে উদ্বিগ্ন।
Leave a Reply