বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
বাবুগঞ্জ সংবাদদাতা॥ বরিশালের বাবুগঞ্জে জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা ধরেও মেলেনি জন্মগত পঙ্গু বৃদ্ধা কমলার প্রতিবন্ধী ভাতা। উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মৃত আব্দুল রহব আলীর স্ত্রী কমলা বেগম ৫ বছর আগে স্বামীকে হারিয়ে অন্যের দুয়ারে হাত পেতে দু’মুঠো খেয়ে বেঁচে আছেন তিনি। প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার কোনটাই জোটেনি তার কপালে।
প্রতিবন্ধী কমলা বেগম বলেন, “বছরের পর বছর স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোন কাজ হয়নি। ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিল ইউপি সদস্য রেখা বেগম বছর দুয়েক আগে ২ হাজার টাকা নিয়েছে পঙ্গু ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে। এখন জিজ্ঞাসা করলে বলে ভাতার কার্ড করতে ৫ হাজার টাকা লাগে আপনি দিয়েছেন ২ হাজার টাকা।
ধর্য ধরেন কার্ড আসলে পাবেন”। জাতীয় পরিচয়পত্র অনুজায়ী ১৯৬৩ সালের ২ জানুয়ারি জন্ম গ্রহন করেন কমলা বেগম। ইউপি সদস্য রেখা বেগম টাকা নেওয়ার কথা অস্বিকার করে বলেন আগামী জানুয়ারিতে কমলাকে প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হবে।
মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার বলেন, আমার ইউনিয়নে ভাতা বাবদ টাকা নেওয়ার কোন নজির নেই। যদি কেউ টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং কমলাকে ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
Leave a Reply