মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকায় নদী ভাঙ্গুলীদের মাঝে খদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতাকাল শুক্রবার বিকেল ৫টায় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকায় সন্ধা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বাবুল রাঢ়ী, তারেক রাঢ়ী,
সেলিম ঘরামী,জাকির মাঝী ও হাসন ভানুসহ ২৩টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ১ কেজি মশুর ডাল ও ২ লিটার খাবার তেলসহ ক্ষতির পরিমান অনুযায়ী শ্রেণিভেদে নগদ অর্থ বিতরণ করেছেন তারা। গতকাল দলটির পক্ষ থেকে বরিশাল ও বাবুগঞ্জ উপজেলা সমন্বয়ে ১০সদস্যের একটি প্রতিনিধি দল ওই ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের মাঝে উল্লেখিত খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মোঃ বাবর, বাবুগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, মোঃ রফিকুল ইসলাম,মাসুদুর রহমান, রুহুল আমিন, আলী হুসাইন,কালম বয়াতী প্রমূখ।
Leave a Reply