শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাবুগঞ্জে এক মাদরাসা পড়ুয়া ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শনিবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি দারুল কওমিয়া ফোরকানিয়া হাফিজিয়া নূরানী মাদরাসায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্যাতনের শিকার আহত ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মাদরাসা র্কতৃপক্ষ। ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার জনসম্মুখে আসে।
জানা গেছে, শনিবার উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি দারুল কওমিয়া ফোরকানিয়া হাফিজিয়া নূরানী মাদরাসায় ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। ফজর নামাজের আগে অকারণে মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো. নূর হোসনের বাসভবনের সামনে যায় শিক্ষার্থী মো. তুহিন। এমন ঘটনা জানার পর তুহিনের কাছে জানতে চান ওই শিক্ষক, কেন তুহিন নূর হোসনের বাসভবনের সামনে গিয়েছিল। তুহিন এই প্রশ্নের উত্তর দিতে আতঙ্কিত হয়ে সময় ক্ষেপণ করে।
এতে শিক্ষক খেপে যান। মাওলানা মো. নূর হোসন উত্তেজিত হয়ে তুহিনকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে তার মাথা ফেঁটে যায়। সংবাদ পেয়ে তুহিনের পিতা মো. জাহাঙ্গীর হোসেন সকাল ৮টার দিকে মাদরাসায় গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিয়ে যান। তুহিনের মাথায় সাতটি সেলাই দেওয়া হয়।
মাদরাসা পরিচালনার দায়িত্বে থাকা মো. হুমায়ুন হাওলাদার বলেন শিক্ষার্থী মো. তুহিনকে বেত্রাঘাত ও ইট দিয়ে মাথা ফাঁটানোর ঘটনায় মাদরাসার শিক্ষক হাফেজ মো. নূরু হোসেনকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার মাদরাসা থেকে বহিষ্কার তাকে করা হয়।
Leave a Reply