বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা॥ বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অপরাধে দুই জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(নির্বাহী মেজিষ্ট্রেট) সুজিত হাওলাদারের ভ্রাম্যমান আদালত সুমন নামের একজনকে ও রাত্রে সহকারি কমিশনার(ভূমি) নির্বাহী মেজিষ্ট্রেট নুসরাত জাহান খান এর ভ্রাম্যমান আদালত আক্কেল আলী নামের একজন জেলেকে ওই অর্থ দন্ডে দন্ডিত করেন।
মঙ্গলবার ও বুধবার দিন রাতে উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আরিয়াল খা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার ও সিনিয়র মৎস্য কর্মকর্ত সাইদুজ্জামান খান’র নেতৃত্বে ৪ টি ট্রলারে প্রায় ৩০ হাজার মিটার জাল ও ৪০ কেজি ইলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। এছাড়া অভিযানকালে ২০ মাছধরা নৌকা ভেঙ্গে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য অফিস।
Leave a Reply