সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৭ শতাংশ জমির দু’জন মালিক দাবীদার। এরমধ্যে একজন ওই সম্পূর্ণ জমি নিজের পৈত্রিক বলে দাবী করে ৮ এপ্রিল দুপরে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. ইউনুস হাওলার। বিবাদী করা হয়েছে আ. মালেক বেপারী(৬০), পিতা কাদের বেপারী, েমা. মাসুম বেপারী (৩০), মাহাবুল বেপারী (২৮), উভয় পিতা আ. মালেক বেপারী, কমলা বেগম (৫০) স্বামী আ. মালেক বেপারী।
বাদী-বিবাদীর বসবাস উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে একই বাড়ির পাশাপাশি।
অভিযোগে সূত্রে জানা যায় বানারীপাড়া মৌজার,এস এ খতিয়ান নং- ১৭,দাগ নং-৪২৩,জমির পরিমান ১৭ শতাংশ।
এই জমি নিয়ে বাদী ও বিবাদীদের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলে আসছে। তবে বৃহস্পতিবার ৮ এপ্রিল সকাল ৯টায় বিবাদীরা বিরোধীয় সম্পত্তিতে কাঠের ঘর নির্মাণ করতে কাজ শুরু করেন।
বাদী এতে বাধা-বিপত্তি জানালে অপর পক্ষ তা না মেনে কাজ করতে থাকে এবং অনেক ধরণের হুমকি প্রদান করেন। তবে সরেজমিনে গিয়ে ঘর তোলার সরঞ্জাম দেখা গেলেও, হুমকি দেয়ার বিষয়টি জানা যায়নি স্থানীয়দের কাছ থেকে এবং বিবাদীরা অভিযোগেরর বিষয়টি অস্বীকার করে সম্পত্তি তাদের বলে দাবী জানান।
জানাগেছে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply