বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ উঠতে শুরু করেছে বরিশালের বানারীপাড়া পৌরসভা ৫ম তম নির্বাচনে প্রার্থীদের প্রস্তুতি মূলক উঠোন বৈঠক। ১৪ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভার ভোট গ্রহন । এ উপলক্ষে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. জাহিদ হোসেন সরদার তার নিজ বাস ভবন সরদার নিবাসে উঠোন বৈঠকের আয়োজন করেন।
১০ জানুয়ারি সন্ধ্যায় বৈঠক শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এ সময় ১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা বলেন। প্রার্থী জাহিদ হোসেন সরদার বলেন আপনাদের দোয়া,আর্শিবাদ ও সমর্থন পেলে আমি নির্বাচনে অংশ নেব। সাথে সাথে বৈঠকে উপস্থিত সবাই তার কথার সমর্থন দেন।
উল্লেখ্য জাহিদ হোসেন সরদার ইতোমধ্যেই এলাকায় যুবকদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে তাদের মন জয় করে নিয়েছেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয়নুষ্ঠানে অংশ নিয়ে ও আয়োজন করে তার নিজ এলাকায় সুনাম অর্জন করেছেন। জাহিদ হোসেনের সমর্থনে হওয়া উঠোন বৈঠকটি শেষ পর্যন্ত সমাবেশে রূপ নেয়।
Leave a Reply