সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় ২৬ জন দুঃস্থ, হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বরিশালের সংরক্ষিত নারী সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও এমপির এপিএস আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমূখ। ২৬ জন দুঃস্থ, হত দরিদ্র ও অসহায়দের মধ্যে পর্যায়ক্রমে ২০ হাজার, ৩০ হাজার ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয় বলে জানাগেছে।
Leave a Reply