সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া॥ বানারীপাড়ায় বন্দর বাজারের রিকশাস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে রিকশাস্ট্যান্ড টু নাজিরপুর সড়কের “ছালেহিয়া প্রিন্টিং প্রেস” এর বিপরীতে সড়কের ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত টেলিফোনের জোড়া খুটিঁ দাঁড়িয়ে অাছে। খুঁটিতে কোনো তার না থাকলেও পুরনো .আমলের স্টিলের অব্যবহৃত এ খুঁটি দুটো সড়কের নিরাপত্তার কথা বিবেচনা করে অাজও সরানো হয়নি।
এমিনতেই বানারীপাড়া পৌর শহরে যত্রতত্র চলছে ফুটপাত দখলের মহোৎসব। তার ওপরে এ জোড়া খুঁটি দুটো যেন “মরার ওপর খাড়ার ঘা”। এ সড়কটিতে কোনো ফুটপাত না থাকায় সমস্যা .আরও প্রকট। দোকানগুলোর সামনে বিভিন্ন পণ্যসামগ্রী স্থায়ীভাবে রাখার ফলে পথচারীদের সবসময় বিড়ম্বনায় পড়তে হয়। বন্দর বাজারের অধিকাংশ সড়কেরই বেহাল দশা।
কোনে কোনো সড়কে বাতি নেই, কোনোটি খানাখন্দে ভরা, কোনো সড়ক বৃষ্টি হলেই পানিতে টইটুম্বুর হয়ে যায়, কোনো সড়ক যেন ময়লার ভাগাড়। ডাস্টবিনে জমানো ময়লা একদিন পর পর পরিষ্কার করার কথা থাকলেও অনেক সময় এক সপ্তাহেও পরিষ্কার করা হয় না। .আবার কোনো সড়ক এতটাই সরু যে দুটো রিকশা পাশাপাশি চলতে গেলে অহরহ সংঘর্ষ হয়। যেন দেখার কেউ নেই।
Leave a Reply