শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বরিশাল-বানারীপাড়া ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক মহা সড়কে দুর্ঘটনায় সড়ক এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মলঙ্গা নামক স্থানে আঞ্চলিক মহা সড়কে আলফা-মাহিন্দ্রা (থ্রি-হুইলার) “বরিশাল মেট্রো থ ১১-০৫৯৭” গাড়ির নিচে পড়ে ওই মহিলা গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ওই মহিলার কোন নাম পরিচয় জানা যায়নি। গাড়িতে থাকা অন্য যাত্রী ও ড্রাইভারের কিছু হয়নি বলে জানাগেছে।
নাম প্রকাশ না করার শর্তে থি-হুইলালের এক শ্রমিক নেতা জানান,গাড়িটি বরিশাল নতুল্লাবাদ স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বানারীপাড়া আসার পথে মলঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা হয়। এতে যে বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে তিনি নাকি সড়কে দাঁড়িয়ে চলন্ত গাড়ির দিকেই এগিয়ে আসছিলেন। ফলে গাড়ির নিচে পড়ে তার মৃত্যু হয়।
তবে সরেজমিনে দুর্ঘটনাস্থলে গিয়ে তার কোন আলামত মেলেনি সংবাদ কর্মীদের চোঁখে। মহিলা যদি সড়কের পাশ থেকে গাড়ির দিকে এগিয়ে আসতো তাহলে গাড়িটি বাম দিকের ঝোঁপের মধ্যে পড়তো না। মহিলাকে বাঁচাতে গিয়ে ডান দিকেই গাড়ির গতি নিতে হতো চালককে। স্থানীয়দের তথ্যমতে সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটছে।
এদিকে এই সড়কে চলাচলরত থি-হুইলার গাড়ি গুলোর সামনের সিটে (যেখানে ড্রাইভার বসেন) তার দু’পাশে দু’জন যাত্রী নিয়ে গাড়ি চালানোর ফলে সম্পূর্ণ গাড়ির নিয়ন্ত্রন ঠিক রাখতে চলতি অবস্থায় ড্রাইভারদের হিমশিম খেতে হয় বলে মত প্রকাশ করেছেন এ বিষয়ের বিশেষজ্ঞরা। দুর্ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেছেন বানারীপাড়া থানা পুলিশ।
Leave a Reply